তালতলীর বিএনপি নেতা মিয়া মোস্তাফিজুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার

তালতলী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাকের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় বিএনপি।

ইউসুফ আলী, তালতলী (বরগুনা)

Location :

Taltali
বিএনপি নেতা মিয়া মোস্তাফিজুর রহমান
বিএনপি নেতা মিয়া মোস্তাফিজুর রহমান |নয়া দিগন্ত

তালতলী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাকের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় বিএনপি। শনিবার (২৪ নভেম্বর) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের পাশাপাশি পুনরায় প্রাথমিক সদস্যপদ বহাল করা হয়।

দলীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জুনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেয়ায় তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে তৃণমূলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সুপারিশ ও ঘটনাটি পুনর্বিবেচনার পর তার বিরুদ্ধে নেওয়া সাংগঠনিক সিদ্ধান্তটি প্রত্যাহার করা হয়। দীর্ঘদিন ধরে জনপ্রিয় এই নেতাকে পুনরায় দলে ফিরিয়ে নেওয়ার দাবিতে তালতলীর বিভিন্ন এলাকায় তৃণমূল নেতাকর্মীরা সক্রিয় ছিলেন।

বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবর ছড়িয়ে পড়তেই তালতলীর তৃণমূল বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও বহু নেতা ও কর্মী তাকে দলে ফেরানোয় শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর প্রতিক্রিয়ায় মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, ‘আমার বিরুদ্ধে জারি করা বহিষ্কারাদেশ কেন্দ্রীয় বিএনপি প্রত্যাহার করায় আমি দলের উচ্চপর্যায়ের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞ। বিএনপি আমার রাজনৈতিক পরিচয়, আদর্শ ও বিশ্বাসের জায়গা। এই পরিবারের অংশ হয়ে আবার কাজ করার সুযোগ পেয়ে আমি আনন্দিত। আমি সবসময় দলের সিদ্ধান্তকে শ্রদ্ধা করেছি এবং ভবিষ্যতেও সংগঠনের স্বার্থকে সর্বাধিক গুরুত্ব দেবো।’

তিনি আরো বলেন, ‘তালতলীর তৃণমূল নেতাকর্মীরা যেভাবে আমার পাশে থেকেছেন, তা আমার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় শক্তি। তাদের ভালোবাসা ও সমর্থন আমাকে আরো দায়িত্বশীল করেছে। আগামী দিনে দলকে সুসংগঠিত করা এবং গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখাই হবে আমার প্রধান লক্ষ।’