রায়গঞ্জে বিএনপির মিথ্যা অভিযোগের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

এর আগে, রায়গঞ্জে জামাত-শিবিরের অপপ্রচারের প্রতিবাদে বিএনপিও সংবাদ সম্মেলন করে।

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা

Location :

Raiganj

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা
সিরাজগঞ্জের রায়গঞ্জে বিএনপির মিথ্যা অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছে জামায়াতে ইসলামী। রোববার (২২জুন) বিকেলে জামায়াতে ইসলামীর আয়োজনে উপজেলার ধানগড়া দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্য পাঠ করেন রায়গঞ্জ উপজেলা শাখা জামায়াতে ইসলামীর আমির আলী মর্তুজা। বিএনপির সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানিয়ে লিখিত বক্তব্যে তিনি বলেন, পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে নওগাঁ শাহ শরীফ জিন্দানী মাজার মসজিদে আমরা জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে পৌঁছাই। সেখানে বিএনপির কয়েকজন এমপি প্রার্থী নেতাকর্মীসহ মোটরসাইকেলের শোডাউন নিয়ে পৌঁছালে জামায়াতের পক্ষ থেকে আমরা অভ্যর্থনা জানাই।

তিনি আরো বলেন, পরবর্তীতে ইমাম সাহেবের অনুরোধে জুমার নামাজের খুতবা প্রদান ও ইমামতি করেন জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী মাওলানা ড. আব্দুস সামাদ। নামাজে সর্বস্তরের মানুষ একসাথে অংশগ্রহণ করেন। শেষে আগত বিএনপির নেতাকর্মীরা শ্লোগানের মাধ্যমে পরিবেশ উত্তপ্ত করার চেষ্টা করেন। সাধারণ মুসল্লিদের মধ্যে ভীতিকর পরিবেশ সৃষ্টি করেন।

আলী মর্তুজা বলেন, আমরা জানতে পারি কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান টুকুর নামে একটি বিশেষ মহল দাড়িপাল্লা মার্কা শ্লোগান ব্যবহার করে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে। সেখানে জামায়াতে ইসলামীর কোনো নেতাকর্মী ছিলেন না ও কোনো শ্লোগান হয়নি।

তিনি বলেন, আমরা স্পষ্টভাবে বলছি, জামায়াত জুলাই আন্দোলনের চেতনা ধারণ করে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের কোনো আওয়ামী পুনর্বাসন প্রকল্প নেই। আমরা মনে করি রায়গঞ্জে বিএনপির সংবাদ সম্মেলনে একটি স্বাভাবিক সৌহার্দ্যপূর্ণ ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা করা হয়েছে।

রায়গঞ্জ উপজেলা শাখা জামায়াতে ইসলামীর আমির বলেন, আমরা বিএনপি নেতৃবৃন্দকে রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখা এবং বিভ্রান্তিকর বক্তব্য পরিহারের আহ্বান জানাই।

এ সময় রায়গঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা আবুল কালাম বিশ্বাস, সেক্রেটারি ডা: মুনছুর আলী, রায়গঞ্জ পৌর সভার সাবেক মেয়র মোশাররফ হোসেন আকন্দ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডা: কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সুমন আহমেদসহ উপজেলা, পৌর এবং ইউনিয়ন জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে, রায়গঞ্জে জামাত-শিবিরের অপপ্রচারের প্রতিবাদে বিএনপিও সংবাদ সম্মেলন করে। শনিবার বিকেল ৩টার দিকে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে ধানগড়া দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি আয়নুল হক। তিনি বক্তব্যে বলেন, সিরাজগঞ্জ- ৩ আসনের বিএনপির চার সংসদ সদস্য পদপ্রার্থী নওগাঁ হযরত হাজী শাহ সুফি জিন্দানী রহ:-এর মাজার জিয়ারত শেষে কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর নামে একটি বিশেষ মহল দাড়িপাল্লা মার্কা শ্লোগান ব্যবহার করে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে। তাকে জামাত-শিবিরের সাথে জড়িয়ে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার চালানো হয়েছে। এ সময় চার সংসদ সদস্য প্রার্থীসহ উপস্থিত নেতাকর্মীরা এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তদন্ত সাপেক্ষে বিচারের দাবি জানান।

তিনি আরো বলেন, এ সময় চার সংসদ সদস্য প্রার্থী ভিপি আয়নুল হক, রাহিদ মান্নান লেলিন, ইঞ্জিনিয়ার মো: কামাল হোসেন, মো: দুলাল হোসেন খান, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো: শামসুল হকসহ রায়গঞ্জ উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।