বান্দরবানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

এদিকে আবু সাঈদ মুক্তমঞ্চের সামনে বিএনপির দু’ গ্রুপের মধ্যে কর্তৃত্ব প্রতিষ্ঠা নিয়ে হাতাহাতি সংগঠিত হয়। এতে দু’জন নেতাকর্মী আহত হন। পরে সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়ন করা হয়।

মিনারুল হক, বান্দরবান

Location :

Bandarban
বান্দরবানে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বান্দরবানে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত |নয়া দিগন্ত

পার্বত্য জেলা বান্দরবানে নানা আয়োজনে জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে শহরের রাজবাড়ী মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে শহীদ আবু সাঈদ মুক্তমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক সাচিংপ্রু জেরী, সাবেক সংসদ সদস্য ম্যামাচিং, জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ওসমান গনি, মুজিবুর রশিদ, বিএনপি নেতা জসিম উদ্দিন তুষার, জাহাঙ্গীর আলম প্রমুখ।

এছাড়া সভায় জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

এদিকে আবু সাঈদ মুক্তমঞ্চের সামনে বিএনপির দু’ গ্রুপের মধ্যে কর্তৃত্ব প্রতিষ্ঠা নিয়ে হাতাহাতি সংগঠিত হয়। এতে দু’জন নেতাকর্মী আহত হন। পরে সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়ন করা হয়।