মিঠাপুকুরে ৮ বছরের শিশু আলিফা বেগম হত্যা: ২ আসামী গ্রেফতার

মঙ্গলবার (১৩ মে) রাত আনুমানিক ৯টার দিকে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কার সিদ্দিকের নেতৃত্বে বালুয়া মাসিমপুর ইউনিয়নের বিট পুলিশিং কর্মকর্তা ও সঙ্গীয় ফোর্স বিষয়টি নিশ্চিত করেন।

মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা

Location :

Mithapukur
মিঠাপুকুর থানা
মিঠাপুকুর থানা |সংগৃহীত

মিঠাপুকুর থানার পুলিশ অভিযানের মাধ্যমে ৮ বছরের শিশু কন্যা আলিফা বেগম হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার (১৩ মে) রাত আনুমানিক ৯টার দিকে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কার সিদ্দিকের নেতৃত্বে বালুয়া মাসিমপুর ইউনিয়নের বিট পুলিশিং কর্মকর্তা ও সঙ্গীয় ফোর্স বিষয়টি নিশ্চিত করেন। তারা শ্রীপুর গ্রামের বকুল মিয়াকে (৫০) গ্রেফতার করেন, যিনি ঘটনা ঘটনার অন্যতম আসামী।

পুলিশ জানায়, ঘটনার দিন রোববার সকাল ৮টা থেকে ৯টার দিকে শিশুটিকে ধর্ষণের পর ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে বালুর নিচে চাপা দেয়া হয়েছিল। এর আগে, মামলার অন্য আসামি ফজলু মিয়াকে (৫০) গ্রেফতার করা হয় এবং তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

এদিকে, আলিফা বেগমের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ মামলার খরচ মিঠাপুকুর থানা পুলিশ বহন করছে। নিহত শিশুটির দাফনের জন্য উপজেলা পরিষদ ফান্ড থেকে ১০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করেছেন মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিকাশ চন্দ্র বর্মন।