নাটোরে যুবককে অপহরণের চেষ্টা, প্রাইভেটকারসহ আটক ২

ফেসবুক পেজ থেকে ভিডিও ডাউনলোড করে ইউটিউবে আপলোড করার জেরে ভুক্তভোগী ইমরানের সাথে আসামিদের বিরোধ চলছিল।

নাটোর প্রতিনিধি

Location :

Natore
নাটোরে যুবককে অপহরণের চেষ্টাকালে প্রাইভেটকারসহ আটক ২
নাটোরে যুবককে অপহরণের চেষ্টাকালে প্রাইভেটকারসহ আটক ২ |নয়া দিগন্ত

নাটোরে ইমরান নামে এক যুবককে অপহরণের চেষ্টাকালে প্রাইভেটকারসহ দু’জনকে আটক করেছে পুলিশ। এ সময় গাড়ি থেকে একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) রাত ১০টার দিকে শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ইমরান গুরুদাসপুর উপজেলার ঝাউতলা গ্রামের ইয়াদুদ হোসেনের ছেলে। আটকরা হলেন বড়াইগ্রাম উপজেলার জোয়ারী গ্রামের মো: ওয়াদুদ হোসেন শিহাব ও গুরুদাসপুর উপজেলার সোনাবাজু গ্রামের মো. রাব্বানী।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম বিষয়টি নিশ্চিত করেন।

ইমরান জানান, তাকে অস্ত্রের মুখে জোর করে প্রাইভেটকারে অপহরণ করে নিয়ে যাচ্ছিল। নাটোর শহরের কানাইখালী এলাকায় পৌঁছালে মানুষের সমাগম দেখে তিনি চিৎকার করেন। তখন উপস্থিত লোকজন প্রাইভেটকারটিকে থামায়। এক পর্যায় প্রাইভেটকারের দরজা খুলে জোর করে তিনি বের হয়ে আসেন।

তবে আটক রাব্বানী জানান, তারা তিন বন্ধু মিলে দু’টি ইউটিউব ও দু’টি ফেসবুক পেজ চালান। তাদের কনটেন্ট আগে ফেসবুকে আপলোড করে পরে ইউটিউবে আপলোড করা হয়। কিন্তু ইমরান ফেসবুকে আপলোড করার পরপরই কনটেন্টটি ডাউনলোড করে তার নিজস্ব ইউটিউব চ্যানেলে আপলোড করেন। পরে ইমরান স্ট্রাইক দিয়ে এভাবে তাদের দু’টি ইউটিউব চ্যানেল নষ্ট করে দেন। বিষয়টি সমঝোতার জন্য ইমরানকে নিয়ে তারা একজনের সাথে বসতে যাচ্ছিলেন। কিন্তু পথিমধ্যে চিৎকার করায় বিপত্তি ঘটে।

অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম জানান, ফেসবুক পেজ থেকে ভিডিও ডাউনলোড করে ইউটিউবে আপলোড করার জেরে ভুক্তভোগী ইমরানের সাথে আসামিদের বিরোধ চলছিল। এই জেরে শনিবার রাত ১০টার দিকে এক বন্ধুর মাধ্যমে ইমরানকে বড় হরিশপুর বাস কাউন্টারে ডেকে আনা হয়। পরে কৌশলে তাকে প্রাইভেটকারে তুলে নিয়ে মাথায় পিস্তল ঠেকিয়ে স্টেশন এলাকার দিকে নেয়ার চেষ্টা করা হয়। গাড়িটি শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ইমরানের চিৎকারে স্থানীয়রা প্রাইভেটকারটি আটকায়। তখন দু’জন পালিয়ে গেলেও অন্য দু’জনকে ঘটনাস্থলেই আটক করা হয়। পরে গাড়িটি তল্লাশি চালিয়ে বিদেশী পিস্তলের আদলে তৈরি একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি ও পলাতক দু’জনকে আটকের চেষ্টা চলছে।