নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভূমিকম্প অনুভূত হয়েছে। কয়েক সেকেন্ডের এ কম্পনে পুরো উপজেলা কেঁপে ওঠে। হঠাৎ ঝাঁকুনিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। মুহূর্তেই মানুষ ঘরবাড়ি, দোকানপাট, বিদ্যালয় ও অফিস ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।
ভূমিকম্পে অন্তত ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে মোহান মিয়া (৩০) নামের এক জনের অবস্থা আশংকাজনক।
স্থানীয়রা জানায়, ভূকম্পনের সময় বিল্ডিংগুলোর জানালা-দরজা কেঁপে ওঠে ও দেয়াল দুলে ওঠে। শিশু, নারী ও বয়স্কদের মধ্যে আতঙ্ক বেশি ছিল। অনেকেই দৌড়ে খোলা স্থানে গিয়ে দাঁড়ান।
রামচন্দ্রদী এলাকার ব্যবসায়ী রোহেল সিকদার বলেন, ‘ধাক্কাটা এত জোরে ছিল যে দোকানের ভেতরের তাক নড়ে ওঠে। মনে হচ্ছিল ভবনটা হেলে পড়বে। জীবন বাঁচাতে দ্রুত বাইরে চলে আসি।’
ফায়ার সার্ভিসের স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ভবনগুলোতে ফাটল ও ক্ষতির প্রাথমিক তথ্য সংগ্রহ চলছে। বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আড়াইহাজার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিসুর রহমান বলেন, ‘আমরা ক্ষয়ক্ষতির তালিকা তৈরী করছি। তবে বড়ধরণের কোনো ক্ষতি হয়নি।’



