বোয়ালমারীতে বিএনপির ২ গ্রুপের ব্যাপক সংঘর্ষ

বহুতল ভবন-১৩টি মোটরসাইকেলে আগুন, ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা

রিপোর্ট লেখার সময় সন্ধ্যা পর্যন্ত সেখানে উত্তেজনা বিরাজ করছিল। এ ঘটনায় একাধিক ব্যক্তি আহত হন বলে খবর পাওয়া গেছে।

Location :

Boalmari
বোয়ালমারীতে বিএনপির ২ গ্রুপের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে
বোয়ালমারীতে বিএনপির ২ গ্রুপের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে |ছবি : নয়া দিগন্ত

ফরিদপুর প্রতিনিধি ও বোয়ালমারী সংবাদদাতা
ফরিদপুরের বোয়ালমারীতে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষে বহুতল ভবনসহ ১৩টি মোটরসাইকেলে আগুন দিয়ে ভস্মীভূত করা হয়েছে। এ সময় বিএনপির অস্থায়ী পার্টি অফিসে ভাংচুর করা হয়। আগুন নেভাতে গিয়ে হামলার শিকার হয় ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক গাড়ি ও দমকল বাহিনীর কর্মীরা।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে বোয়ালমারীর ওয়াপদা মোড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। রিপোর্ট লেখার সময় সন্ধ্যা পর্যন্ত সংঘর্ষ চলছিল।

জানা গেছে, বোয়ালমারী সরকারি কলেজের সাবেক ভিপি ও বিএনপি নেতা শামসুদ্দিন মিয়া ঝুনুর সমর্থকেরা বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ওয়াপদার মোড়ে আলোচনা সভার আয়োজন করে। এ উপলক্ষে সেখানে বিকেলে নেতাকর্মী ও সমর্থকেরা সমবেত হচ্ছিলেন।

এ সময় কৃষক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলামের অনুসারীরা মিছিল করে ওই এলাকা অতিক্রম করার সময় দু’পক্ষের মুখোমুখি সংঘর্ষ হয়। ধাওয়া পাল্টা ধাওয়ার একপর্যায়ে ঝুনুর সমর্থকেরা স্থান ছেড়ে সরে যাওয়ার পরে মিছিলকারীরা পাশেই কাজী হারুন শপিং কমপ্লেক্সে অগ্নিসংযোগ করে। এরপর সামনেই বিএনপির অস্থায়ী পার্টি অফিস ভাংচুর করে এবং অফিসের সামনে রাখা ১৩টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।

এমন পরিস্থিতিতে বোয়ালমারী ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে আগুন নেভাতে গেলে অগ্নিনির্বাপক গাড়ির ওপরও হামলা চালাতে দেখা যায় উচ্ছৃঙ্খল কর্মীদের।

রিপোর্ট লেখার সময় সন্ধ্যা পর্যন্ত সেখানে উত্তেজনা বিরাজ করছিল। এ ঘটনায় একাধিক ব্যক্তি আহত হন বলে খবর পাওয়া গেছে।