বগুড়া জেলার ১২টি উপজেলা নিয়ে গঠিত সাতটি সংসদীয় আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার ২৯ লাখ ৮১ হাজার ৬৭২ জন। এর মধ্যে অর্ধেকের বেশি নারী ভোটার। অর্থাৎ মোট পুরুষ ভোটার ১৪ লাখ ৮০ হাজার ৮৪২ জন এবং নারী ভোটার ১৫ লাখ ৭৮৮ জন। এছাড়া হিজড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪২ জন। সবচেয়ে বেশি ভোটার বগুড়া-৫ আসনে পাঁচ লাখ ৭২ হাজার ১৪০ জন এবং সবচেয়ে কম ভোটার বগুড়া-৩ আসনে তিন লাখ ৩৯ হাজার ১৭৩ জন।
বগুড়া সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, বগুড়া জেলার সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলা নিয়ে গঠিত বগুড়া-১ আসনে মোট ভোটার তিন লাখ ৭৬ হাজার ৫৯৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৮৬ হাজার ৮৭৩ জন, নারী ভোটার এক লাখ ৮৯ হাজার ৭১৭ জন ও হিজড়া ভোটার পাঁচজন। শিবগঞ্জ উপজেলা নিয়ে গঠিত বগুড়া-২ আসনে মোট ভোটার তিন লাখ ৪২ হাজার ১৫৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার এক লাখ ৭১ হাজার ৪৯৯ জন, নারী ভোটার এক লাখ ৭০ হাজার ৬৫১ জন এবং হিজড়া পাঁচজন। আদমদিঘি ও দুপচাঁচিয়া উপজেলা নিয়ে গঠিত বগুড়া-৩ আসনে মোট ভোটার তিন লাখ ৩৯ হাজার ১৭৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার এক লাখ ৬৯ হাজার ৩৪৭ জন, নারী ভোটার এক লাখ ৬৯ হাজার ৮২৩ ও হিজড়া ভোটার তিনজন।
কার্যালয় সূত্রে আরো জানা গেছে, জেলার কাহালু ও নন্দীগ্রাম উপজেলা নিয়ে গঠিত বগুড়া-৪ আসনে মোট ভোটার তিন লাখ ৫৯ হাজার ৪৭৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার এক লাখ ৭৮ হাজার ৯৭৫ জন, নারী ভোটার এক লাখ ৮০ হাজার ৪৯০ জন ও হিজড়া ভোটার আটজন। শেরপুর ও ধুনট উপজেলা নিয়ে গঠিত বগুড়া-৫ আসনে মোট ভোটার পাঁচ লাখ ৭২ হাজার ১৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৮১ হাজার ২৮৫ জন, নারী ভোটার দুই লাখ ৯০ হাজার ৮৪৯ জন ও হিজড়া ভোটার ছয়জন। বগুড়া সদর উপজেলার ১১টি ইউনিয়ন ও বগুড়া পৌরসভার ১৯টি ওয়ার্ড নিয়ে গঠিত বগুড়া-৬ (সদর) আসন। এ আসনে মোট ভোটার চার লাখ ৫৪ হাজার ৪৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার দুই লাখ ২২ হাজার ৭৯৯৯ জন, নারী ভোটার দুই লাখ ৩১ হাজার ২৩৪ জন ও হিজড়া ভোটার ১০ জন। গাবতলী ও শাজাহানপুর উপজেলা নিয়ে গঠিত বগুড়া-৭ আসনে মোট ভোটার পাঁচ লাখ ৩৮ হাজার ৯৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৭০ হাজার ৬৪ জন, নারী ভোটার দুই লাখ ৬৮ হাজার ২৪ জন ও হিজড়া ভোটার পাঁচজন।
আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে জেলার সাতটি আসনের মোট ৯৮৩টি ভোট কেন্দ্রের পাঁচ হাজার ৫৭৭টি ভোট কক্ষে ভোট দেয়ার কথা রয়েছে। এদিকে জেলার প্রায় সাড়ে ২৪ হাজার পোস্টাল ভোটার নিবন্ধন করেছেন। সে ভোট গ্রহণের প্রস্তুতি নেয়া হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন ভোট কেন্দ্র সংস্কার ও সিসি ক্যামেরা বসানোর কাজ করছে নির্বাচন কমিশন।
ভোটার তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, সর্বশেষ ভোটার তালিকায় প্রায় এক লাখ নতুন ভোটার যুক্ত হয়েছেন এবং বাদ গেছেন প্রায় অর্ধলক্ষ। গত বছরের ৯ ডিসেম্বর প্রকাশিত ভোটার তালিকা মোতাবেক আসনভিত্তিক এ সংখ্যা প্রকাশ করা হয়েছে।
বগুড়া জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো: তৌফিকুর রহমান বলেন, ‘অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সবার সহযোগিতা চাই। নির্বাচনী আচরণবিধি পর্যবেক্ষণে বিচারিক আদালত কাজ করছে।’
যেকোনো তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানিয়েছেন তিনি।



