শরীয়তপুরের ভেদরগঞ্জে পানিতে ডুবে ইমন হোসেন (৫) ও তাউহিদ (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে জান্নাত নামে ৩ বছরের আরো এক শিশুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় নিহত পরিবারদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশ। পুরো এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সখিপুর থানার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের মাদবর কান্দি গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
শিশু ইমন হোসেন উপজেলার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের মাদবরকান্দি সরকারি আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা বাদল সরকারের ছেলে ও তাউহিদ ইসলাম শাহ-আলম বেপারির ছেলে।
সখিপুর থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির উঠানে খেলাধুলা করছিল ওই তিন শিশু। খেলার একপর্যায়ে আশ্রয়ন প্রকল্পের পাশের এক পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হয় তারা। পরিবারের সদস্যরা শিশুদের দেখতে না খোঁজাখুঁজির একপর্যায়ে আশ্রয়ন প্রকল্পের পুকুরে ভাসমান অবস্থায় শিশু ফাহমিদের লাশ দেখতে পায়। পরে গ্রামবাসী ওই পুকুর থেকেই অপর শিশু ইমন হোসেন ও তার বোন জান্নাতকে উদ্ধার করে চাদপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ওবায়দুল হক বলেন, দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। আইনিপ্রক্রিয়া শেষে লাশগুলো উভয় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।