হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বুধবার নানা কর্মসূচির মাধ্যমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

এস এম খোকন, বানিয়াচং (হবিগঞ্জ)

Location :

Habiganj
পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটেন অতিথিরা
পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটেন অতিথিরা |নয়া দিগন্ত

বর্ণাঢ্য আয়োজনে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) নানা কর্মসূচির মাধ্যমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সদর উপজেলার গোপায়া ইউনিয়ন পরিষদ থেকে দুপুর সাড়ে ১২টার দিকে একটি বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে শেষ হয়। নানা রঙের ফেস্টুন নিয়ে শিক্ষার্থীরা র‌্যালিতে অংশ নেন।

র‌্যালি শেষে ক্যাম্পাসে বেলুন ও পায়রা উড়ানো হয়। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন আমন্ত্রিত অতিথিরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ উপস্থিত সবাইকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে ভিসি অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ বলেন, ‘হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনার মাধ্যমে হবিগঞ্জ তথা হাওরাঞ্চলের কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাংগঠনিক সম্পাদক জি কে গউছ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইসলাম তরফদার তনু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমির মাওলানা মুখলিছুর রহমান, সেক্রেটারি কাজী মহসিন আহমেদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সাধারণ সম্পাদক মো: শামসুল হুদা, অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) জেলা সভাপতি অধ্যাপক ইকরামুল ওয়াদুদসহ সাংবাদিক, রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তি, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০২০ সালের ১৭ ডিসেম্বর কৃষি, শিক্ষা ও গবেষণা উন্নয়নের জন্য প্রতিষ্ঠিত হয় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়। আধুনিক শিক্ষা ও গবেষণার কৌশল প্রয়োগের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে যোগ্য নেতৃত্ব তৈরিতে বিশ্ববিদ্যালয়টি কাজ করে যাচ্ছে। বর্তমানে অস্থায়ী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়টির চারটি অনুষদে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ বেশ কিছু গবেষণা প্রকল্প পরিচালনা করছেন।

সম্প্রতি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে বিশ্ববিদ্যালয়ের চারটি অনুষদের ২৩ জন শিক্ষক গবেষণা ও উন্নয়ন প্রকল্পে অনুদান পান। এছাড়া শিক্ষার্থী ও শিক্ষকদের গবেষণা কার্যক্রম হাতে-কলমে পরিচালনার জন্য আধুনিক গবেষণা সরঞ্জামাদিসহ উন্নত মানের ল্যাব তৈরি করা হয়েছে। একইসাথে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে প্রতিষ্ঠা করা হয়েছে জার্ম প্লাজম সেন্টার।