আড়াইহাজারে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে ডুবে যায় দুই শিশু- আনিছুর রহমান ও জাহিদুর রহমান। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

Location :

Araihazar
আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে |সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বোরবার দুপুরে উপজেলার হাইজাদী ইউনিয়নের সাইজাদী এলাকায় এ ঘটনা ঘটে।

শিশু দু’টি হলো সাইজাদী গ্রামের আবুল হোসেনের ছেলে আনিছুর রহমান আনিছ (৭) ও একই এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে জাহিদুর রহমান জাহেদ (৫)।

জানা গেছে, রোববার বেলা ১১টার দিকে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় আনিছ ও জাহেদ। সাঁতার না জানায় পুকুরের অল্প পানিতে নেমে গোসল করছিল তারা। একপর্যায়ে পুকুরের গভীর পানিতে চলে গেলে ডুবে যায় তারা। পরিবারের লোকজন ভেবেছিল, তারা পাশের বাড়িতে খেলা করছে। দুপুর ১২টার দিকে তাদের লাশ ভেসে উঠলে স্থানীয়রা দেখতে পেয়ে তাদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে সেখানের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসক মোশাররফ হোসেন জানান, হাসপাতালে আনার আগেই শিশু দু’টির মৃত্যু হয়। অতিরিক্ত পানি পেটে প্রবেশ করায় এমনটি হয়েছে।