পাবনায় চোর ধরতে গিয়ে ছুরিকাঘাতে যুবক খুন

এ ঘটনায় সজীব (২২) নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

মো: নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা)

Location :

Pabna
‎আটঘরিয়া থানা
‎আটঘরিয়া থানা |সংগৃহীত

পাবনার আটঘরিয়ায় চোরের ছুরিকাঘাতে আসাদ হোসেন (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় সজীব (২২) নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

বুধবার (২০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মাছপাড়া ইউনিয়নের পারখিদিরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আসাদ ওই গ্রামের উকিল আলীর ছেলে।

আটক হওয়া সজীব একই উপজেলার সোনাকান্দর গ্রামের খলিলের ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার রাতে আসাদের ঘরের জানালা দিয়ে চোরের দল মোবাইল ফোন চুরি করে পালিয়ে যাচ্ছিল। এ সময় আসাদের স্ত্রী চিৎকার দিলে তিনি দৌড়ে এসে এক চোরকে ধরে ফেলেন। তখন চোরদলের সদস্যরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশকে খবর দেয়া হলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ‎ঘটনার পর স্থানীয়রা ধাওয়া করে চোরদলের সদস্য সজিবকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

এলাকাবাসী জানান, এলাকায় ব্যাপক চোর ডাকাতের উৎপাত বেড়েছে। দিনে-দুপুরে চুরি হওয়া শুরু হয়েছে। রাতে গরুর খামারিদের পাহারা দিতে হয়। এলাকাবাসী আতঙ্কের মধ্যে রয়েছেন।

‎আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আরিফুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সজীব নামে একজনকে আটক করা হয়েছে। আইনিব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।