মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সাতগাঁও ইউনিয়নের গান্ধিছড়া খেলার মাঠসংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল বেলায় মাঠের পাশে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে প্রথমে স্থানীয়রা ঘুমিয়ে আছে বলে ধারণা করেন। তবে দীর্ঘ সময় ডাকাডাকি করেও কোনো সাড়া না পেলে বিষয়টি শ্রীমঙ্গল থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নাম-পরিচয়বিহীন ওই ব্যক্তির লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জহিরুল ইসলাম মুন্না নয়া দিগন্তকে জানান, প্রাথমিকভাবে লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ ও পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।



