জামালপুরের দেওয়ানগঞ্জে কবর থেকে কঙ্কাল চুরির ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তবে তদন্তের স্বার্থে পুলিশ ওই ব্যক্তির পরিচয় জানায়নি।
মঙ্গলবার (৩ জুন) ঘটনাস্থলের দোকানপাটে লাগানো সিসি টিভি ক্যামেরার সূত্র ধরে ওই ব্যক্তিকে আটক করা হয়।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান জানান, মঙ্গলবার দেওয়ানগঞ্জ বাজারের মধ্যস্থল চাল হাটিতে সরকারি এক স্থাপনার ময়লা রাখা একটি পরিত্যক্ত কক্ষে দু’টি বস্তা ভর্তি মৃত মানুষের মাথার খুলি ও কঙ্কাল পাওয়ার সংবাদ পাওয়া যায়। পরে সেখানে গিয়ে তা উদ্ধার করা হয়। তবে কখন ও কিভাবে এসব কঙ্কাল এ জায়গায় আনা হয়েছে তা জানা যায়নি।
তিনি জানান, সিসি টিভি ক্যামেরায় দেখা যায়, মঙ্গলবার ভোর পৌনে ৫টার দিকে চাল হাটিতে বস্তাগুলো আনতে দেখা যায় এক ব্যক্তিকে। ওইদিন রাতে ঈদ উপলক্ষে উপজেলা সদরে পুলিশি তৎপরতার কারণে হয়ত খুলি ও কঙ্কালগুলো স্থানান্তর করতে না পেরে এ ময়লা ঘরে রাখা হয়েছে।
তিনি আরো জানান, আটক ব্যক্তির স্বীকারোক্তিতে উপজেলার চিকাজানি ইউনিয়নের কাজলা পাড়া গ্রামে গিয়ে সেখানকার এক কবরে এসব খুলি ও কঙ্কাল চুরির আলামত পাওয়া যায়। এছাড়া জিজ্ঞাসাবাদে আটক ওই ব্যক্তি খুলি ও হাড় চুরির ঘটনা স্বীকার করেছেন। এ চুরির সাথে একটি অপরাধী সিন্ডিকেট জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। তাদের খুঁজে বের করার ব্যাপক তৎপরতা চলছে।