মণিরামপুরে বাস চাপায় নিহত ২, আহত ৩

‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বাসটি জব্দসহ বাস চালককে আটক করা হয়েছে।’

Location :

Jashore
মণিরামপুরে বাস চাপায় নিহত ২, আহত ৩
মণিরামপুরে বাস চাপায় নিহত ২, আহত ৩ |নয়া দিগন্ত

আব্দুল মতিন, মণিরামপুর (যশোর)

যশোর জেলার মণিরামপুরে বাস চাপায় ভ্যান চালকসহ এক যাত্রী নিহত এবং তিনজন আহতের ঘটনা ঘটেছে।

রোববার (৬ জুলাই) দুপুরে যশোর-সাতক্ষীরা মহাসড়কের মনিরামপুর সরকারি কলেজ মোড়ে এ ঘটনা ঘটে।

ঘাতক বাসটি জব্দসহ বাস চালককে আটক করেছে পুলিশ।

নিহতরা হলেন- গাইবান্দা জেলার শাঘাটার আব্দুল্লাহপুর গ্রামের রাজন মিয়ার ছেলে রতন মিয়া (২৭) এবং অপরজন ভ্যান চালক মণিরামপুর উপজেলার জয়পুর গ্রামের আব্দুল খালেকের ছেলে শেখ নাজমুল হাসান (৪০)।

আহতরা হলেন- গোপালপুর গ্রামের মকলেস মোড়লের ছেলে শোয়েব আক্তার, জালঝাড়া গ্রামের আব্দুর রহিম গাজীর ছেলে ইব্রাহিম গাজী এবং অপরজনের পরিচয় জানা যায়নি। নিহত ও আহতরা স্থানীয় একটি কারখানায় শ্রমিকের কাজ করেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো জ-১১-১৩১৪ নম্বরধারী একটি যাত্রীবাহী বাস যশোরের দিকে যাচ্ছিল। পথিমধ্যি মনিরামপুর সরকারি কলেজ মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে রতন মিয়ার মৃত্যু হয়।

তাৎক্ষণিক ভ্যান চালক শেখ নাজমুল হাসান বাসটির গতিরোধ করতে সামনে গিয়ে হাত উঁচিয়ে থামানোর চেষ্টা করলে বাসটি তাকেও চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে খবর পেয়ে মণিরামপুর ফায়ার সার্ভিস এবং মণিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে যায়।

মণিরামপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) বাবলুর রহমান খান বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বাসটি জব্দসহ বাস চালককে আটক করা হয়েছে।’