সাপে কামড়ানোর পর ঝাড়ফুঁক, হাসপাতালে নেয়ার পথে নারীর মৃত্যু

সালেহা মারা যাওয়ার পর সোমবার দুপুরে তার মেয়ের বাড়িতে সাপুড়ে ডেকে সেখানকার গর্ত খুঁড়ে একটি মাঝারি আকারের গোখরা সাপ উদ্ধার করা হয়।

দুর্গাপুর (রাজশাহী) সংবাদদাতা

Location :

Durgapur
সাপের কামড়ে নারীর মৃত্যু
সাপের কামড়ে নারীর মৃত্যু |নয়া দিগন্ত গ্রাফিক্স

রাজশাহীর দুর্গাপুরে মেয়ের বাড়ি বেড়াতে এসে সালেহা বেগম (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (৭ জুলাই) সকাল ৯টার দিকে সাপে কামড় দিলে স্থানীয় কবিরাজের কাছে থেকে ঝাড়ফুঁক দিয়ে দুপুর ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথেই মারা যান সালেহা।

জানা গেছে, এর আগে স্থানীয় কবিরাজের কাছে নিয়ে সাপের বিষ উঠাতে ব্যর্থ হন পরিবারের লোকজন। সালেহা উপজেলার জয়কৃষ্ণপুর গ্রামের তোফায়েলের স্ত্রী। তিনি পাশ্ববর্তী বরিদবাশাইল গ্রামে মেয়ের বাড়ি বেড়াতে এসে এ ঘটনা ঘটে।

সালেহার জামাই মোজাম্মেল হক মোজাম বলেন, ‘রোববার বিকেলে শ্বাশুড়ি আম্মা আমাদের বাড়িতে এসেছিলেন। সোমবার সকালে বাড়ির বাইরে পাকা বারান্দায় বসে ছিলেন। সেখানে একটি গর্ত ছিল। গর্তের কাছে শ্বাশুড়ি আম্মার পা থাকায় একটি গোখরা সাপ আম্মার পায়ে দংশন করে। এরপর পাড়াপড়শির পরামর্শে তাকে কবিরাজের কাছে নেয়া হয়। সেখানে কবিরাজ ব্যর্থ হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।’

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দুরুল হোদা বলেন, ‘ঘটনাটি শুনেছি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।’

এদিকে, সালেহা মারা যাওয়ার পর সোমবার দুপুরে তার মেয়ের বাড়িতে সাপুড়ে ডেকে সেখানকার গর্ত খুঁড়ে একটি মাঝারি আকারের গোখরা সাপ উদ্ধার করা হয়।

Topics