বালু ও পাথর লুট ঠেকাতে সিলেটর কোম্পানীগঞ্জের সাদাপাথর ও ধলাই নদী এলাকায় নৌকা চলাচলের নতুন নির্দেশনা জারি করেছে উপজেলা প্রশাসন। নতুন নির্দেশনায় বলা হয়েছে, ধলাই সেতুর ৫০০ মিটার নিচ থেকে সাদাপাথর পর্যটন স্পট পর্যন্ত শুধুমাত্র পর্যটকবাহী নৌকা চলাচল করতে পারবে। এই এলাকায় অন্য কোনো নৌকা চলাচল করা সম্পূর্ণ নিষিদ্ধ।
শুক্রবার (১৯ অক্টোবর) নদীর আশপাশ এলাকা থেকে বালু লুটে জড়িত ২০টি নৌকা আটকের পর বিকেলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে এই নির্দেশনা প্রচার করা হয়।
স্থানীয় সূত্রের জানা গেছে, ব্রিজের আশপাশে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে বালু লুট চালিয়ে যাচ্ছিল প্রভাবশালী কিছু মহল। অনিয়ন্ত্রিত বালু লুট রোধ করার লক্ষ্যে নতুন নির্দেশনা জারি করা হয়েছে।
শুক্রবার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ধলাই সেতুর আশপাশ থেকে বালু লুটে জড়িত থাকার অভিযোগে অন্তত ২০টি নৌকা জব্দ করা হয়েছে। পরে উপজেলা প্রশাসন দ্রুত মাইকিং করে নতুন নির্দেশনা প্রচার করেছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ তার ফেইবুক পেজে এই নির্দেশনার ভিডিও শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন, নির্দেশনা ঘোষণার সাথে সাথে কার্যকর হয়েছে। যারা এই আদেশ অমান্য করবে, তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেয়া হবে।