ডাকসু জিএস এস এম ফরহাদের বিবাহ সম্পন্ন, পাত্রী কে?

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক চট্টগ্রামের কৃতি সন্তান এস এম ফরহাদের সাথে সোনাগাজীর জান্নাতুল ফেরদৌস সানজিদার শুভ বিবাহ সম্পন্ন হয়েছে।

সোনাগাজী (ফেনী) সংবাদদাতা
এস এম ফরহাদের ও জান্নাতুল ফেরদৌস সানজিদা (বাঁ দিক থেকে)
এস এম ফরহাদের ও জান্নাতুল ফেরদৌস সানজিদা (বাঁ দিক থেকে) |নয়া দিগন্ত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক চট্টগ্রামের কৃতি সন্তান এস এম ফরহাদের সাথে সোনাগাজীর জান্নাতুল ফেরদৌস সানজিদার শুভ বিবাহ সম্পন্ন হয়েছে।

ফরহাদের মামাতো ভাই লুৎফুর রহমান জানান, দুপুর ১টা ১৫ মিনিটে রাজধানীর কাঁটাবন জামে মসজিদ জোহরের নামাজের পর উভয় পরিবারের সন্মানিত সদস্য ও ইসলামী আন্দোলনের শ্রদ্ধেয় রাহবারদের উপস্থিতিতে আকদ অনুষ্ঠান সম্পন্ন হয়।

উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সন্মানিত আমির মুহাম্মদ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-১০ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী সহ উভয় পরিবারের সদস্যরা।

এস এম ফরহাদ চট্টগ্রামের সন্তান। তার বাবা চট্টগ্রাম বায়তুর শরফ মাদরাসার প্রিন্সিপাল মাওলানা ফোরকান। ফরহাদ পরিবারের বড় ছেলে। সে ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি।

পাত্রী সোনাগাজী পৌর শহরের ২ নম্বর ওয়ার্ড চট্টগ্রাম সমাজ বড় বাড়ির জাময়াত নেতা বিশিষ্ট ব্যবসায়ী এমদাদুল্লাহ কাজলের বড় মেয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী ও চাকসুর নির্বাহী সদস্য।

সোনাগাজী পৌর জামায়াতের আমির মাওলানা কালিম উল্যাহ জানান, ‘ফরহাদকে জামাই হিসেবে পেয়ে আমরা গর্বিত। আমাদের মেয়েও কোনো অংশে কম নয়। চাকসু নির্বাচনে সানজিদা ৬ হাজার ভোট পেয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংসদে নির্বাচিত হন।’

উল্লেখ্য, জিএস ফরহাদের বাগদান অনুষ্ঠান ডিসেম্বরের মাঝামাঝিতে পারিবারিকভাবে হওয়ার কথা থাকলেও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় তাৎক্ষণিক পেছানো হয়েছিল বাগদানের দিন।