কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা সাফারি পার্কে দেশী-বিদেশী পর্যটক ও দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ ও বিনোদনের জন্য দক্ষিণ আফ্রিকা থেকে নিয়া আসা হয়েছে তিনটি নতুন বাঘ শাবক। শাবকগুলোকে পার্কের ভেতরে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ডুলাহাজারা সাফারি পার্কের ভেটেরিনারি সার্জেন হাতেম সাজ্জাদ জুলকারনাইন জানান, গত বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকা থেকে বাঘের শাবক তিনটিকে ডুলাহাজারা সাফারি পার্কে নিয়ে আসা হয়েছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর খাদ্য খাওয়ানো হয়।
তিনি আরো জানান, সেগুলোকে পার্কের নিবিড় পরিচর্যাকেন্দ্রে একটানা ২১ দিন পর্যবেক্ষণে রাখা হয়েছে। নতুন বাঘের শাবকগুলোকে কোয়ান্টামে রেখে স্বাস্থ্যের পরীক্ষা-নিরীক্ষার পর সুস্থতা প্রমাণিত হলে পার্ক কর্তৃপক্ষ পরবর্তী ব্যবস্থা নেবেন।
ডুলাহাজারা সাফারি পার্কের রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ মনজুর আলম জানান, পর্যটকদের দৃষ্টি আকর্ষণের জন্য দক্ষিণ আফ্রিকা থেকে নতুন তিনটি বাঘের শাবক সাফারি পার্কে নিয়ে আসা হয়েছে। এ নতুন অতিথিদেরকে গত শুক্রবার পার্কে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তন্মধ্যে রয়েছে দুইটি নারী ও একটি পুরুষ শাবক।
বর্তমানে নতুন অতিথিসহ এ পার্কে মোট সাতটি বাঘ রয়েছে। নতুন এ বাঘের শাবকের বয়স তিন বছর হবে বলে তিনি জানান।