চিরিরবন্দরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

আফছার আলী খান, চিরিরবন্দর (দিনাজপুর)

Location :

Chirirbandar
চিরিরবন্দরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু
চিরিরবন্দরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু |প্রতীকী ছবি

দিনাজপুরের চিরিরবন্দরে গাছ থেকে পাতা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিখিল চন্দ্র ওরফে নাড়িয়া (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার অমরপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামের কুতুবডাঙ্গা বাজারের সন্নিকটে এ ঘটনা ঘটে।

বৃদ্ধ নাড়িয়া ওই গ্রামের ডাক্তারপাড়ার পরলোকগত হরি মোহনের ছেলে।

জানা গেছে, বুধবার দুপুরে নিখিল চন্দ্র ওরফে নাড়িয়া গাছ থেকে পাতা পাড়তে যান। ওই গাছের উপরে থাকা পল্লী বিদ্যুতের তার ছিল। পাতা পাড়ার একপর্যায়ে বিদ্যুতের তারের সাথে জড়িয়ে পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অমরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাজি ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।