১৯৯৫ সালে স্থাপিত রংপুরের মিঠাপুকুর উপজেলার শাল্টিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা। চারজন শিক্ষার্থীর জন্য রয়েছেন পাঁচজন শিক্ষক।
গতকাল দুপুরে দ্বিতীয় শিফটে সরেজমিনে গিয়ে দেখা যায় চারজন শিক্ষার্থীর জন্য রয়েছেন পাঁচজন শিক্ষক। বিদ্যালয় পরিদর্শনেও রয়েছেন সহকারী শিক্ষা অফিসার (এটিও)। এটিও’কে ম্যানেজ করতে রয়েছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা।
অন্য চারজন শিক্ষকের মধ্যে একজন রয়েছেন ছুটিতে। অন্য তিনজন শিক্ষকের মধ্যে তৃতীয় শ্রেণিতে একজন, চতুর্থ শ্রেণিতে দুইজন শিক্ষার্থী এবং পঞ্চম শ্রেণিতে একজন শিক্ষার্থী নিয়ে ক্লাস করছেন সহকারী শিক্ষকরা।
সাংবাদিকদের উপস্থিতি দেখে সহকারী শিক্ষা অফিসার (এটিও) দ্রুত স্কুল ত্যাগ করেন।
ছাত্র/ছাত্রী উপস্থিতির বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জানান, আজ ছাত্র/ছাত্রী বিদ্যালয়ে আসেনি। আর অন্য কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাকিরুল হাসানের সাথে এ বিষয়ে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি নতুন জয়েন করলাম মাত্র। বিদ্যালয়টি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।