নওগাঁর রাণীনগর উপজেলায় অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে কালীগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল ওহাব চাঁনকে (৫৬) গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে কালীগ্রাম ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
আব্দুল ওহাব ওই ইউনিয়নের রাতোয়াল গ্রামের বাসিন্দা।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল লতিফ জানান, আব্দুল ওহাব উপজেলা বিএনপির পার্টি অফিসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ মামলার আসামি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে এবং রোববার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।



