৪ দফা দাবিতে ফেনীতে কলেজ শিক্ষকদের মানববন্ধন

সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১৫ শত টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারির দাবিতে ফেনীতে মানববন্ধন করেছে কলেজের শিক্ষকরা।

শাহাদাত হোসাইন, ফেনী অফিস

Location :

Feni
৪ দফা দাবিতে ফেনীতে কলেজ শিক্ষকদের মানববন্ধন
৪ দফা দাবিতে ফেনীতে কলেজ শিক্ষকদের মানববন্ধন |নয়া দিগন্ত

৫ শতাংশ বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন বাতিল, ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১৫ শত টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারির দাবিতে ফেনীতে মানববন্ধন করেছে কলেজের শিক্ষকরা।

সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে কলেজ শিক্ষক সমিতি ফেনী জেলার আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি ফারুক আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোর্শেদ হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট সমির কর, শিক্ষক-কর্মচারী ঐক্যজোট ফেনী জেলার সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় মহাসচিব মহিউদ্দিন খন্দকার, এবি পার্টির কেন্দ্রীয় সদস্য শাহ আলম বাদল, ফেনী জজকোর্টের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন মোরশেদ, ফেনী জেলা শিক্ষক সমিতির সভাপতি শামসুল ইসলাম চৌধুরী ও যমুনা টেলিভিশনের ফেনী প্রতিনিধি আরিফুর রহমান প্রমুখ ।

এ সময় নেতারা বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার ৫৪ বছর হয়ে গেছে। কিন্তু এ দেশে এখন পর্যন্ত কেউ যদি অবহেলিত থাকে আর তারা হলো শিক্ষকরা। অথচ শিক্ষকরা জাতির কারিগর। আর সে শিক্ষকরা বৈষম্যের শিকার হয়। এদেশের আমলারা এ দেশের শিক্ষক সমাজকে সহযোগিতা করতে চায় না। তারা শিক্ষকদের দাসের মতো খাটাতে চায়। সরকার আমাদের তৃতীয় মর্যাদা দিতেও রাজি নয়। আমরা যতবার আবেদন করি ততবার আর্থিক সমস্যা দেখায়। অথচ, এটা কোনো সমস্যা। আমরা চাই আমাদের সম্পূর্ণ দাবি মেনে নেয়া হোক। দাবি আদায় হওয়া ছাড়া আমরা ক্লাসে ফিরে যাবো। যে ধর্মঘট চলছে এ ধর্মঘট চলবে যদি এ দাবি না মানা হয়।’