মেলান্দহে আওয়ামী লীগ নেতাকে নিয়ে ভূমি মেলার উদ্বোধন

অনুষ্ঠানে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা সৈয়দ হারুন অর রশিদ মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধাবিষয়ক সম্পাদক বলে জানা গেছে।

সাদিকুর রহমান রোমান, মেলান্দহ (জামালপুর)

Location :

Melandaha
মেলান্দহে আওয়ামী লীগ নেতাকে নিয়ে ভূমি মেলার উদ্বোধন
মেলান্দহে আওয়ামী লীগ নেতাকে নিয়ে ভূমি মেলার উদ্বোধন |নয়া দিগন্ত

জামালপুরের মেলান্দহে আওয়ামী লীগের এক নেতাকে নিয়ে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। মেলার আয়োজন করেন উপজেলা ভূমি অফিস।

রোববার (২৫ মে) সকালে উপজেলা চত্বরে সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহানের সভাপতিত্বে এ মেলার উদ্বোধন করা হয়।

এদিকে অনুষ্ঠানে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা সৈয়দ হারুন অর রশিদ মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধাবিষয়ক সম্পাদক বলে জানা গেছে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম, উপজেলা অ্যাকাডেমিক সুপার ভাইজার আশরাফুল আলম, মেলান্দহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল কুদ্দুস, মেলান্দহ উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহন তালুকদার প্রমুখ।

এ বিষয়ে জানতে মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আলমগীর ও সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহানকে মোবাইলফোনে একাধিকবার কল দিলেও তারা কল রিসিভ করেননি।