ময়মন‌সিংহের নান্দাইলে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু

‘খবর পেয়ে পু‌লিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় এক‌টি অপমৃত্যুর মামলা হ‌য়ে‌ছে।’

Location :

Mymensingh
ময়মন‌সিংহের নান্দাইলে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু
ময়মন‌সিংহের নান্দাইলে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু |নয়া দিগন্ত

ময়মনসিংহের নান্দাইলে জ‌মি‌তে ধানের বীজ বপনের সময় বজ্রপাতে বাবা-ছেলের মৃত‌্যু হয়েছে।

রোববার (৬ জুলাই) বিকেল উপজেলার খারুয়া ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- প্রয়াত সাত্তার আকন্দের ছেলে মোস্তফা আকন্দ(৫০) ও তার ছেলে মো: আব্দুল্লাহ (৮)।

স্থানীয়রা জানান, বিকেলে মোস্তফা আকন্দ তার বাড়ির পাশে জমিতে ধানের বীজ ফেলতে গিয়েছিলেন। সাথে ছিল তার ছেলে আব্দুল্লাহ। বিকেল ৪টার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সাথে হঠাৎ বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলে বাবা ও ছেলে মারা যায়।’

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: আনোয়ার হোসেন বলেন,‘খবর পেয়ে পু‌লিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় এক‌টি অপমৃত্যুর মামলা হ‌য়ে‌ছে।’