জামিনের পর কারাগার থেকে মুক্তি পেলেন জুলাইযোদ্ধা সুরভী

সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে গাজীপুরের দায়রা জজ আদালতের বিচারক অমিত কুমার গুহ রিমান্ড আদেশ বাতিল করে সুরভীর জামিন মঞ্জুর করেছেন। এরপর রাত পৌনে ৮টার দিকে জেলা কারাগার থেকে মুক্তি পান সুরভী।

নয়া দিগন্ত অনলাইন
কারাগার থেকে মুক্তি পেয়েছেন সুরভী
কারাগার থেকে মুক্তি পেয়েছেন সুরভী |সংগৃহীত

জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীর রিমান্ড আদেশ বাতিল করে চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন আদালত।

সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে গাজীপুরের দায়রা জজ আদালতের বিচারক অমিত কুমার গুহ রিমান্ড আদেশ বাতিল করে সুরভীর জামিন মঞ্জুর করেছেন। এরপর রাত পৌনে ৮টার দিকে জেলা কারাগার থেকে মুক্তি পান সুরভী।

সুরভীর আইনজীবী ও গাজীপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান কামাল বলেন, দুপুরে আদালতের দেয়া দু’ দিনের রিমান্ড আবেদনের বিরুদ্ধে আমরা দায়রা জজ আদালতে রিভিশন দায়ের করি। পরে বিজ্ঞ আদালতের বিচারক শুনানি শেষে বয়স ও অন্যান্য বিষয় বিবেচনায় নিয়ে দু’ দিনের রিমান্ড আদেশ বাতিল করেন এবং আমার জিম্মায় আসামির চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন।

এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা কালিয়াকৈর থানার এসআই ওমর ফারুক পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন আদালতে। গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক সৈয়দ ফজলুল মাহাদী শুনানি শেষে আসামির দু’ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।

একটি চাঁদাবাজির মামলায় সোমবার (৫ জানুয়ারি) দুপুরে গাজীপুরের সিনিয়র ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে, সুরভীকে অপ্রাপ্তবয়স্ক দাবি করে এ রিমান্ড ও গ্রেফতারের প্রতিবাদে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেছেন জুলাইযোদ্ধারা।

উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গাজীপুর মহানগরীর টঙ্গীতে যৌথবাহিনীর অভিযানে সুরভীকে তার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। টঙ্গী এলাকার সেলিম মিয়ার মেয়ে সুরভী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় কর্মী ও জুলাইযোদ্ধা হিসেবে পরিচিত।