নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো: বোরহান উদ্দিন সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
শনিবার (২৪ জানুয়ারি) রাতে চৌমুহনী জামায়াত কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা ও উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এসময় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় প্রার্থী সাবেক বেগমগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা মো: বোরহান উদ্দিন। বেমগগঞ্জ উপজেলা জামায়াতের আমির আবু জায়েদের পরিচালনা ও জেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক দীন মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নোয়াখালী জেলা শাখার সাবেক আমির ও অঞ্চল টিম সদস্য মাওলানা আলাউদ্দিন, নোয়াখালী জেলা জামায়াতের শিল্প-সংস্কৃতি সম্পাদক নাসিমুল গনি চৌধুরী মহলসহ জোটবদ্ধ বিভিন্ন দলের নেতারা।
মতবিনিময় সভায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী বোরহার উদ্দিন নোয়াখালী-৩ আসনে আসন্ন ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষভাবে যাতে হয় এবং কারো পক্ষে না গিয়ে সত্য ঘটনা যেন মিডিয়াতে প্রচারিত হয় সেজন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।



