আ’লীগের লকডাউনের প্রতিবাদে যশোরে জামায়াতের অবস্থান কর্মসূচি

আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’-এর প্রতিবাদে যশোরে রাজপথে অবস্থান কর্মসূচি পালন করেছে জামায়াতে ইসলামী, শান্তিপূর্ণভাবে চলছে কর্মসূচি।

এম আইউব, যশোর অফিস

Location :

Jashore
আ’লীগের লকডাউনের প্রতিবাদে যশোরে জামায়াতের অবস্থান কর্মসূচি
আ’লীগের লকডাউনের প্রতিবাদে যশোরে জামায়াতের অবস্থান কর্মসূচি |নয়া দিগন্ত

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কথিত ‘লকডাউনের’ প্রতিবাদে যশোরে রাজপথে অবস্থান নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার সকাল ৭টা থেকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়ে সমাবেশ করছে জামায়াতের নেতাকর্মীরা। শহরের দড়াটানা, মণিহারের সামনে জড়ো হয়েছেন তারা।

সকাল ৯টা পর্যন্ত দড়াটানায় বক্তৃতা করেন যশোর-৩ (সদর) আসনে জামায়াতের এমপি প্রার্থী ভিপি আব্দুল কাদের, জেলা কর্মপরিষদ সদস্য আবুল হাশিম রেজা, শহর আমির অধ্যাপক শামসুজ্জামান, নায়েবে আমির মাওলানা ইসমাইল হোসেন প্রমুখ।

সকাল ৯টা পর্যন্ত আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে শহরের কোথাও দেখা যায়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোথাও অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।