ভালুকায় বিএনপির সদস্য ও নবায়ন ফরম বিতরণ

ভালুকা সরকারি ডিগ্রি কলেজ মাঠে ফরম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ (দক্ষিণ) জেলা বিএনপির আহ্বায়ক মো: জাকির হোসেন বাবলু।

আসাদুজ্জামান, ভালুকা (ময়মনসিংহ)

Location :

Bhaluka
ভালুকায় বিএনপির সদস্য ও নবায়ন ফরম বিতরণ
ভালুকায় বিএনপির সদস্য ও নবায়ন ফরম বিতরণ |নয়া দিগন্ত

ময়মনসিংহের ভালুকা উপজেলা ও পৌর বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ফরম বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) সকালে ভালুকা সরকারি ডিগ্রি কলেজ মাঠে এই ফরম বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ (দক্ষিণ) জেলা বিএনপির আহ্বায়ক মো: জাকির হোসেন বাবলু।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মুর্শেদ আলমের সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক রুহুল আমীন মাসুদের সঞ্চলানায় এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মো: রোকনুজ্জামান সরকার রোকন, ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক হাতেম খান, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সালাহ্ উদ্দিন আহমেদ ও পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক আহসান উল্ল্যাহ খান রুবেল প্রমুখ।