কালুখালী জংশনে যাত্রাবিরতির বিষয়ে সিদ্ধান্তে যাচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ

রাজশাহীর জেনারেল ম্যানেজার (পশ্চিম) কার্যালয় থেকে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

Location :

Kalukhali
কালুখালী জংশন
কালুখালী জংশন |সংগৃহীত

কালুখালী (রাজবাড়ী) সংবাদদাতা

আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি নিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

রাজশাহীর জেনারেল ম্যানেজার (পশ্চিম) কার্যালয় থেকে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, কালুখালী জংশন রেলওয়ে স্টেশনে আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেস নামে দু’ আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির সম্ভাব্যতা যাচাই করে মতামত পাঠাতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে।

রেলভবন, ঢাকা থেকে পাঠানো চিঠির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়। চিঠিতে উল্লেখ রয়েছে, যাত্রাবিরতির বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে দ্রুত মতামত প্রদান করতে হবে।

এ বিষয়ে চার পৃষ্ঠার একটি সংযুক্তিসহ নির্দেশনা পাঠানো হয়েছে বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক, পাকশী বরাবর। পাশাপাশি ডিভিশনাল ট্রান্সপোর্ট অফিসার (ডিটিও), পাকশীকেও অবগত করা হয়েছে।

যদি যাত্রাবিরতির বিষয়টি অনুমোদন পায়, তবে কালুখালী জংশনের যাত্রীদের জন্য তা হবে একটি যুগান্তকারী পদক্ষেপ। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যাত্রীরা আরো সহজে এবং স্বল্প সময়ে এ দু’ গুরুত্বপূর্ণ আন্তঃনগর ট্রেনে ওঠা-নামার সুযোগ পাবেন।