বগুড়ায় মাদরাসা শিক্ষাবোর্ড স্থাপনের দাবি

‘উত্তরাঞ্চলের লাখো মাদরাসা শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকের প্রাণের দাবি যে- শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়ায় একটি পূর্ণাঙ্গ মাদরাসা শিক্ষাবোর্ড স্থাপিত হোক। ঢাকাভিত্তিক কেন্দ্রীভূত ব্যবস্থার কারণে উত্তরবঙ্গের প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে অবহেলিত ও বঞ্চিত।’

আবুল কালাম আজাদ, বগুড়া অফিস

Location :

Bogra Sadar
বগুড়ায় মাদরাসা শিক্ষাবোর্ড স্থাপনের দাবি
বগুড়ায় মাদরাসা শিক্ষাবোর্ড স্থাপনের দাবি |নয়া দিগন্ত

উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র বগুড়ায় মাদরাসা শিক্ষা বোর্ড স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে মাদরাসা শিক্ষা বোর্ড বাস্তবায়ন সংগ্রাম পরিষদ।

মঙ্গলবার (৩ ‍জুন) বগুড়া প্রেসক্লাবে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আহ্বায়ক ও মহাস্থান মাহী সওয়ার ফাজিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু বকর সিদ্দিক।

তিনি বলেন, ‘উত্তরাঞ্চলের লাখো মাদরাসা শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকের প্রাণের দাবি যে- শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়ায় একটি পূর্ণাঙ্গ মাদরাসা শিক্ষা বোর্ড স্থাপিত হোক। ঢাকাভিত্তিক কেন্দ্রীভূত ব্যবস্থার কারণে উত্তরবঙ্গের প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে অবহেলিত ও বঞ্চিত। বগুড়া শিক্ষা, যোগাযোগ ও ভূ-রাজনৈতিক গুরুত্ব বিবেচনায় শিক্ষা বোর্ড স্থাপনের সর্বাধিক উপযুক্ত স্থান। এছাড়া বগুড়ায় মাদরাসা বোর্ড স্থাপিত হলে এটি কেবল উত্তরবঙ্গ নয়, দেশের মাদরাসা শিক্ষা ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন আনবে।’

এ সময় সংগঠনের সদস্য সচিব অধ্যক্ষ মাওলানা রেজাউল বারী, যুগ্ম-আহ্বায়ক অধ্যক্ষ মাওলানা ইসমাইল হোসেন, অধ্যক্ষ মাওলানা রোস্তম আলী, অধ্যক্ষ মাওলানা হাফিজুর রহমান, অধ্যক্ষ মাওলানা আব্দুস শাকুর, যুগ্ম-সদস্য সচিব ড. আবু সালেহ মামুন, যুগ্ম-সদস্য সচিব অধ্যাপক হাবিবুর রহমান আকন্দ, ড. শফিকুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা বিল্লাল হুসাইন, অধ্যক্ষ মাওলানা শফিকুল ইসলাম, অধ্যাপক মাওলানা আব্দুস সালাম, অধ্যক্ষ মাওলানা আব্দুল মোমিন, অধ্যক্ষ মাওলানা ইমদাদুল হক, অধ্যক্ষ মাওলানা ইকরামুল হক, অধ্যক্ষ মাওলানা আবু তাহের, অধ্যক্ষ মাওলানা নাজমুল হক, প্রভাষক মাওলানা আব্দুল বারী রশিদী, প্রভাষক মুসা বিন আয়াতুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।