ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও ময়মনসিংহ-৫ মুক্তাগাছা আসনে বিএনপি মনোনীত প্রার্থী জাকির হোসেন বাবলু শনিবার রাতে মুক্তাগাছা পৌর শহরের মুজাটি মধ্যপাড়া শ্রী শ্রী রাঁধাগোবিন্দ মন্দির পরিদর্শন করেন।
শ্রী শ্রী রাঁধাগোবিন্দ মন্দিরের উদ্যোগে দেশ মাতৃকার শুভ কল্যাণে ও বিশ্ব শান্তি কামনায় ২৪ প্রহর ব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানে ও অষ্টকালীন লীলাকীর্তন চলছিল।
এসময় সনাতনীদের উদ্দেশে তিনি বলেন, আমরা সবসময়ই সবাই মিলেমিশে এক সাথে থাকবো। যে যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবো। সেখানে কোনো বিভেদের সুযোগ থাকবে না। সে লক্ষেই আগামী দিনগুলোতেও মরহুম মোশাররফ সাহেব (সাবেক জ্বালানী ও খনিজ প্রতিমন্ত্রী) যেভাবে কাজ করেছে আমিও সেভাবেই কাজ করবো।
তিনি সকলের কাছে ভোট প্রার্থনা করে বলেন, ভেদাভেদ মুক্তাগাছায় কখনো ছিল না। আগামী দিনগুলোতেও থাকবে না। মোশাররফ সাহেব আপনাদের ঘরে ঘরে গিয়েছিলেন, ইনশাআল্লাহ আমিও যাবো। সুখে-দুখে সব সময়ই আপনাদের সাথে থাকবো। আপনাদের সকলের সহযোগিতা চাই।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান খান রতন, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র শহীদুল ইসলাম শহীদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান লেবু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুর্শিদুজ্জামান খান সাইফুল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হাসান, হাফিজুর রহমান খান মঞ্জু, মতিউর রহমান খোকন, মন্দির কমিটির সভাপতি যতিন্দ্র চন্দ্র দে, সাধারণ সম্পাদক সজল কুমার দে সহ উপজেলা, পৌর বিএনপি, মহিলা দল সহ ভক্তরা।



