মিঠাপুকুরে কুয়াশা ও তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত

আবহাওয়া আরো শীতল হলে নিম্নআয়ের মানুষের দুর্ভোগ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা

Location :

Rangpur
রংপুরের ম্যাপ
রংপুরের ম্যাপ |ফাইল ছবি

রংপুরের মিঠাপুকুরে ঘনকুয়াশা ও হিমেল হাওয়ায় শীতের তীব্রতা বিপর্যস্ত করে তুলছে জনজীবনকে।

শনিবার (২৭ ডিসেম্বর) জেলায় এ চলতি মৌসুমের মধ্যে সবচেয়ে বেশি শীত অনুভুত হচ্ছে।

শীত বাড়ার সাথে সাথে খেটে খাওয়া সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে বেড়েছে চরম ভোগান্তি। ভোর থেকে সকাল পর্যন্ত কুয়াশার কারণে অনেক ঘর থেকে বাইরে যেতে পারছেন না। স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। একই সাথে শীতের প্রভাব পড়েছে মৌসুমি ক্ষেতের ফসল আলু, ভু্ট্টা, গমসহ বোরো বীজ তলায় পচন ও কৃষির বিভিন্ন কার্যক্রমে ও ব্যাঘাত সৃষ্টি হয়েছে। ঠান্ডা থেকে বাঁচতে বিভিন্ন গ্রামে খড়-কুঠো দিয়ে আগুন জ্বালিয়ে গরম থাকার ব্যবস্থা নিতে দেখা গেছে।

এদিকে শীতের তীব্রতায় স্থানীয় বাসিন্দারা কম্বল ও গরম পোশাকের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন।

স্থানীয় প্রশাসন মাঝে মধ্যে শীতবস্ত্র বিতরণ করলেও তা প্রয়োজনের তুলনায় নগন্য। এরই মধ্যে আবহাওয়া আরো শীতল হলে নিম্নআয়ের মানুষের দুর্ভোগ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Topics