কুলাউড়ায় ইউপি সদস্য রুবাব আটক

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে জনতা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ময়নুল হক পবন, কুলাউড়া (মৌলভীবাজার)

Location :

Maulvibazar
কুলাউড়া থানা
কুলাউড়া থানা |সংগৃহীত

কুলাউড়া সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আবুল হাসনাত রুবাবকে (৪২) আটক করেছে কুলাউড়া থানা পুলিশ।

আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে জনতা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আবুল হাসনাত রুবাব কুলাউড়া সদর ইউনিয়নের করের গ্রামের কবির চৌধুরীর ছেলে।

সূত্রে জানা গেছে, রুবাব বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলার মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি। এছাড়াও তার বিরুদ্ধে আরো কয়েকটি মামলা রয়েছে। কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ওমর ফারুকের নির্দেশে এসআই ফরহাদ মাতব্বরের নেতৃত্বে এএসআই আব্দুর রহিম, এএসআই আব্দুল খালেক ও এএসআই তোফায়েল আহমেদসহ পুলিশের একটি দল জনতা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলার মামলা ছাড়াও আরো একাধিক মামলার ওয়ারেন্ট রয়েছে।