গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

বুধবার দুপুর ২টার দিকে ময়মনসিংহের গফরগাঁও-ভালুকা এশিয়ান হাইওয়ে সড়কে হাটুরিয়া কাজীপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Mymensingh

ময়মনসিংহের গফরগাঁওয়ে যাত্রীবাহী অটো-রিকশা ও মাহিন্দ্রা সংঘর্ষে দুই যাত্রী নিহত এবং অপর দু’জন আহত হয়েছে।

বুধবার (৬ আগস্ট) দুপুর ২টার দিকে ময়মনসিংহের গফরগাঁও-ভালুকা এশিয়ান হাইওয়ে সড়কে হাটুরিয়া কাজীপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত দুই যাত্রীরা হলেন- উপজেলার হাটুরিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মুনজু মিয়া (৪০) ও যশরা গ্রামের মো: অহেদুল্লাহর ছেলে আলাউদ্দিন (৫০)।

গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা: শারমিন আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই দুর্ঘটনায় আহত দু’জনেই মৃত্যু হয়েছে। গুরুতর আহত অপর দুই যাত্রীকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে।

গফরগাঁও থানার ওসি মো: বাচ্চু মিয়া জানান, খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।