পটুয়াখালীর মির্জাগঞ্জ সমাজকল্যাণ ফাউন্ডেশনের স্বাবলম্বী প্রকল্পের আওতায় অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ১৪টি অটোরিকশা বিতরণ করা হয়েছে।
বুধবার (১১ জুন) বিকেলে উপজেলা পরিষদ মাঠে ফাউন্ডেশনের আয়োজনে এই অটোরিকশা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মির্জাগঞ্জ সমাজকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মো: নাসির উদ্দিন জাহাঙ্গীর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অসহায় পরিবারের হাতে অটোরিকশা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো: তরিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পটুয়াখালী জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মো: নাজমুল আহসান, জেলা সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলাম আল কায়সারী, উপজেলা বিএনপির সভাপতি মো: শাহাবুদ্দিন নান্নু, যুগ্ম-সম্পাদক মো: হারুন-অর- রশিদ মুন্সী, উপজেলা আমির ও জেলা মজলিশে শূরা সদস্য মাওলানা মুহাম্মাদ সিরাজুল হক প্রমূখ।
বক্তব্যে তারা বলেন, ‘এই ধরণের উদ্যোগ সমাজে কর্মসংস্থান ও স্বাবলম্বিতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ ফাউন্ডেশনের মাধ্যমে সমাজ সেবামূলক নানা কর্মসূচি অব্যাহত থাকবে।’