খুলনায় একটি আবাসিক হোটেল থেকে তৌহিদুর রহমান তুহিন (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার হয়েছে পুলিশ।
রোববার (১৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে স্টার হোটেলের চতুর্থ তলার একটি কক্ষ থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
নিহত তুহিন নগরীর লবণচরা থানাধীন মতিয়াখালী পঞ্চম গলির বাসিন্দা এস এম এ খালেকের ছেলে এবং সরকারি সুন্দরবন কলেজের সাবেক ভিপি সুমনের ছোট ভাই।
লাশ উদ্ধারের ব্যাপার নিশ্চিত করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার সুদর্শন কুমার রায়।
নিহতের স্বজনরা বলেন, ‘হোটেলের রুমের দরজা ভিতর থেকে আটকানো ছিল। পরে ভেঙে ভিতরে ঢুকে লাশ পাওয়া যায়।