ঐতিহাসিক শাপলা চত্বর ও ২৪ জুলাই গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনার ফাঁসি ও তার দল আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে খেলাফত আন্দোলনের উদ্যোগে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল করা হয়েছে।
শনিবার (১০ মে) বিকেলে স্থানীয় বড় বাজার মসজিদ প্রাঙ্গণ থেকে বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নেতা আব্দুর রহিমের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল বের করা হয়।
এ সময় বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ করা হয়।
সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব আবদুল রহিম, নেত্রকোনা খেলাফত আন্দোলনের আহ্বায়ক মাওলানা খায়রুল বাশার, যুগ্ম আহ্বায়ক কাজী আব্দুর কুদ্দুস, মাওলানা মোস্তফা আাহমাদ জিহাদী, খেলাফত যুব আন্দোরনের সভাপতি মুহাম্মদ মুসা শেখ প্রমুখ।
এ সময় বক্তারা গণহত্যাকারী খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দ্রুততম সময়ে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় প্রকাশ্যে ফাঁসি কার্যকর ও তার দল আওয়ামী লীগকে নিষিদ্ধের জোর দাবি জানান।