লক্ষ্মীপুরে জামায়াত নেতার হুইল চেয়ার বিতরণ

প্রতিবন্ধীরা দেশের ও পরিবারের বোঝা নয় তারা দেশের সম্পদ।

আ হ ম মোশতাকুর রহমান, লক্ষ্মীপুর

Location :

Lakshmipur
জামায়াত নেতার হুইল চেয়ার উপহার।
জামায়াত নেতার হুইল চেয়ার উপহার। |নয়া দিগন্ত

‎লক্ষ্মীপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত লক্ষ্মীপুর-৩ আসনে সংসদ সদস্য প্রার্থী ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।

‎রোববার (১৬ নভেম্বর) সকালে শহরের ইলেভেন কেয়ার অ্যাকাডেমি স্কুল প্রাঙ্গণে লক্ষ্মীপুর শহর ও চন্দ্রগঞ্জ জামায়াতে ইসলামী এ আয়োজন করে।

‎এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা নাছির উদ্দীন মাহমুদ, শহর জামায়াতের আমির অ্যাডভোকেট আবুল ফারাহ নিশান, নায়েবে আমির মাওলানা জহিরুল ইসলাম, জেলা যুব বিভাগের সভাপতি শামছুল ইসলাম প্রমুখ।

‎এতে পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডের অসহায় প্রতিবন্ধী ৩০ জনকে হুইল চেয়ার উপহার দেয়া হয়।

অনুষ্ঠানে ড. মুহাম্মদ রেজাউল করিম বলেন, ‘প্রতিবন্ধীরা দেশের ও পরিবারের বোঝা নয় তারা দেশের সম্পদ। তাদেরকে সঠিকভাবে পরিচর্যা করলে তারা দেশের সম্পদে পরিণত হবে। এ প্রতিবন্ধীদের জন্য সরকারের যে বরাদ্দ দেয়ার কথা ছিল তা না দিতে পারা সরকারের ব্যর্থতা। সরকারের দেয়া বিভিন্ন ভাতার টাকাও অসাধু রাজনীতিবিদ ও আমলারা মেরে খান। তাদের প্রতি ধিক্কার। তাদেরকে বলবো আপনারা প্রয়োজনে ভিক্ষা করে খান। তারপরেও এতিম, অসহায়, প্রতিবন্ধীদের অর্থ আত্মসাৎ করবেন না। আমরা আগামীদিনে দাঁড়িপাল্লা প্রতীকে বিজয়ী হলে লক্ষ্মীপুরে প্রতিবন্ধীদের সেবার জন্য আলাদা হাসপাতাল স্থাপন করবো।’