ফরিদপুরের নগরকান্দায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি উপজেলা ভিত্তিক নির্বাচনী প্রস্তুতিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকালে জেলা পরিষদ অডিটোরিয়ামে এ কর্মশালার আয়োজন করা হয়।
নগরকান্দা উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও ফরিদপুর-০২ (নগরকান্দা-সালথা) আসনের এমপি প্রার্থী মাওলানা মো: সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর জেলা জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ বদরুদ্দীন।
তিনি তার বক্তব্যে জনগণের কল্যাণে কাজ করার ও সুশাসিত রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সাংগঠনিক শক্তি বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।
উপজেলা জামায়াতের সেক্রেটারি বি এম ফজলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর জেলা শাখা আসন পরিচালক ফরিদপুর-২ ও বায়তুলমাল সেক্রেটারি মো: ফারুক হোসেন।
এ সময় ফরিদপুর জেলা শাখা অফিস সেক্রেটারি অধ্যাপক মিজানুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। এছাড়া মো: সিকদার শাহাবুদ্দিন সিহাব আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।
উপজেলার প্রতিটি ইউনিয়নের ইউনিয়ন আমীরবৃন্দ কর্মশালায় অংশগ্রহণ করে দলীয় কর্মসূচী বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকার করেন।