গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ’র স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে টাঙ্গাইলের সখীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।
শনিবার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে সখীপুর প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে প্রেস ক্লাবের সদস্য ও দেশের মূলধারার গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, একজন সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা শুধু ব্যক্তিগত শত্রুতার ঘটনা নয়—এটি সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর বড় ধরনের আঘাত। একজন সাংবাদিক সত্যের পক্ষে কাজ করেন। সাংবাদিককে হত্যা করা মানে সত্যকে হত্যা করা। সুতরাং তাদের নিরাপত্তা নিশ্চিত না হলে সমাজে দুর্নীতি, অন্যায় ও অপরাধের খবর প্রকাশ পাওয়া কঠিন হয়ে যাবে।
বক্তারা আরো বলেন, সাংবাদিকরা মাঠে কাজ করতে গিয়ে নানা ধরনের ঝুঁকি নেন—প্রভাবশালী মহলের হুমকি, হামলা, মিথ্যা মামলা কিংবা প্রাণনাশের ভয় নিয়েই তারা সংবাদের জন্য কাজ করেন। সুতরাং তাদের জন্য নিরাপদ কর্মপরিবেশ ও রাষ্ট্রীয় সুরক্ষা অত্যন্ত জরুরি। সাংবাদিকদের ওপর হামলার প্রতিটি ঘটনার দ্রুত তদন্ত ও বিচারের দাবি জানাই।
সাংবাদিক সাগর-রুনির কথা উল্লেখ করে তারা বলেন, আজ পর্যন্ত এ সাংবাদিক দম্পতি হত্যার বিচার হয়নি। বোঝাই যাচ্ছে, সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদেরও বিচার হবে না।
বক্তারা বলেন, তুহিন হত্যার নেপথ্যে যারাই আছে তাদের রাজনৈতিক প্রভাব বা অর্থশক্তি যাই থাকুক না কেন বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে। অন্যথায় এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটতেই থাকবে।