ফরিদপুরে ভাঙ্গায় বাসের চাপায় এক মোটলসাইকেল চালক নিহত হয়েছেন। এ সময় তার সাথে থাকা আরো দুই আরোহী আহত হয়েছেন।
বুধবার (৬ আগস্ট) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলা সদরের মডেল মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম বিল্লাল খাঁন (৩৫)। তিনি ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দি গ্রামের দেলোয়ার খাঁনের ছেলে।
ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মো: মামুন জানান, ঢাকা থেকে খুলনার উদ্দেশে ছেড়ে আসা ‘স্টার ডিলাক্স’ নামে একটি যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হন। এ সময় মোটরসাইকেলে থাকা আরো দুই আরোহী হাফিজুর রহমান (৩২) ও মাহবুব মিয়া (২৫) গুরুতর আহত হন।
আহতদের প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
দুর্ঘটনার পর বাসের চালক পালিয়ে যান। পুলিশ বাসটি জব্দ করে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে।