‘প্রতিবন্ধীতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি’—এ পতিপাদ্যে চট্টগ্রামের মিরসরাইয়ে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে র্যালি অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) উপজেলার খৈয়াছরায় প্রতিবন্ধী কল্যাণ সংগঠন অফিসের সামনে এসব কর্মসূচি পালন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ড ঢাকার আয়কর আইনজীবী মো: নজরুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন লেখক ও আইনজীবি অ্যাডভোকেট সরওয়ার নিজামী। মিরসরাই উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংগঠনের সভাপতি ইসতিয়াক আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা সহকারী সমাজসেবা অফিসার সাহাব উদ্দিন, মিরসরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, খৈয়াছরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন, স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত প্রতিভার সভাপতি মো: গোলাম মর্তুজা, উদয়ন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাকসুদ আলম শাহিন, হিতকরির প্রতিষ্ঠাতা শহিদুল ইসলাম রয়েল, আদর্শ বন্ধু ফোরামের সভাপতি দ্বীন মোহাম্মদ ও প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের প্রভাষক ইঞ্জিনিয়ার ওমর ফারুক। এ সময় আরো বক্তব্য রাখেন ইপসা কর্মকর্তা তাপন নন্দী ও প্রতিবন্ধী অভি নাথ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ‘প্রতিবন্ধীরা আমাদের সমাজের বোঝা নয়। তাদের অবহেলার চোখে না দেখে সহযোগিতা করা প্রয়োজন। তারাও সুশিক্ষিত হয়ে দেশের জন্য অবদান রাখতে সক্ষম।’
আলোচনা সভা শেষে দু’জন প্রতিবন্ধীর মাঝে স্ক্র্যাচ বিতরণ করা হয়।



