সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) নতুন ইনস্টিটিউট হিসেবে ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইইআর) চালু করা হয়েছে।
নতুন এই ইনিস্টিটিউট চালুর ফলে সারাদেশের ও বিশেষ করে সিলেট অঞ্চলের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষকসহ শিক্ষার্থীরাও ব্যাচেলর অব এডুকেশন (বিএড) ও মাস্টার অব এডুকেশন (এমএড) ডিগ্রি সহজেই নিতে পারবেন। প্রফেশনাল এই ডিগ্রি থাকলে শিক্ষকরা পদোন্নতি ও বেতন স্কেলে বাড়তি সুবিধা পাবেন।
রেজিস্ট্রার দফতর সূত্রে জানা গেছে, সম্প্রতি ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইইআর) চালুর অনুমোদন দেয় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। নতুন এই ইনস্টিটিউটের পরিচালকের দায়িত্ব পেয়েছেন ব্যবসা প্রশাসন অনুষদের অধ্যাপক ড. নজরুল ইসলাম।
ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে নতুন ওই ইনস্টিটিউটটি। গত ৮ ডিসেম্বর বিএড ও এমএড কোর্সে প্রথম ব্যাচে ৫০টি আসনে ভর্তি বিজ্ঞপ্তি দিয়েছে কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএড ও এমএড কোর্সটি দুই সেমিস্টার অর্থাৎ এক বছর মেয়াদী। প্রতি শুক্র ও শনিবার ক্লাস অনুষ্ঠিত হবে। উভয় কোর্সের ফি প্রতি সেমিস্টারে নির্ধারণ করা হয়েছে ১৫ হাজার ও রেজিস্ট্রেশন ফি তিন হাজার টাকা।
বিএড কোর্সে ভর্তি হতে হলে ন্যূনতম স্নাতক ডিগ্রি এবং এমএড কোর্সে ভর্তি হতে হলে স্বীকৃত প্রতিষ্ঠান হতে বিএড কোর্স সম্পন্ন থাকতে হবে।
আবেদনের শেষ তারিখ ১০ জানুয়ারি। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৬ জানুয়ারি।
মাধ্যমিক শ্রেণির বাংলা, ইংরেজি, গণিত ও শিক্ষাসংশ্লিষ্ট সাধারণ জ্ঞানের ওপর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য ইনস্টিটিউটের অফিসিয়াল ফেসবুক পেজে পাওয়া যাবে।
এছাড়া ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য নিম্নোক্ত ০১৬৭২-৭৭৮৩৬৭ ও ০১৭২৩-৬৬৭৭৬০ নম্বরে (সকাল ৯টা-বিকেল ৫টা) কল করে জানা যাবে।



