গাবতলী (বগুড়া) সংবাদদাতা
বগুড়ার গাবতলীতে বসতবাড়ির সীমানা বিরোধের জেরে সংঘর্ষে আবু বক্কর সিদ্দিক (৫৫) নামের একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন একই পরিবারের আরো চারজন।
সোমবার (১২ জানুয়ারি) রাতে উপজেলার নেপালতলী ইউনিয়নের জাতহলিদা মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আবু বক্কর ওই গ্রামের মরহুম আবদুস সাত্তারের ছেলে।
আহতরা হলেন একই গ্রামের আতাউর রহমান (৫৬), তার দুই মেয়ে শিপা (২৬) ও বৃষ্টি (১৬) এবং ছোট ভাইয়ের স্ত্রী জেমি আকতার (৪০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, জাতহলিদা মধ্যপাড়া গ্রামের বুলুর ছেলে মন্টু ও হাফিজারের ছেলে বাবুলের সাথে আতাউর রহমানের বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধ ছিল। এরই জের ধরে সোমবার রাতে পরিকল্পিতভাবে আতাউর রহমানের বাড়িতে হামলা চালায় প্রতিপক্ষরা। এ সময় ধারালো অস্ত্র দিয়ে একই পরিবারের পাঁচজনকে কুপিয়ে জখম করা হয়। আহতদের গাবতলী হাসপাতালে ভর্তি করা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আবু বক্কর সিদ্দিককে মৃত ঘোষণা করেন।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান আনিছ বিষয়টি নিশ্চিত করে জানান, দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। অন্যরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।



