গাজীপুরের শ্রীপুরে ঋণের দায়ে সিঙ্গাপুর প্রবাসী মৃদুল সরকার (৩০) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের গজারি বন থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
মৃদুল সরকার নিশ্চিন্তপুর গ্রামের সন্তোষ সরকারের ছেলে। তিনি সম্প্রতি ছুটিতে বাড়িতে এসেছেন বলে জানা গেছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল স্থানীয়দের সূত্রে বলেন, ‘মৃদুল সরকার এলাকার লোকজন, স্বজন এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঋণ করে সিঙ্গাপুর যায়। সেখানে চাকরিতে তেমন ভালো আয় করতে না পেরে ঋণ পরিশোধ করতে পারেনি। এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।
স্থানীয়দের ধারণা, ঋণের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে বনের ভেতর গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে থাকতে পারে। এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।