নওগাঁর পোরশায় ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ ডাকাতকে আটক করেছে পুলিশ। তারা বড় ধরনের ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে তেঁতুলিয়া ইউনিয়নের সরাইগাছি টু আড্ডা আঞ্চলিক মহাসড়কের পূর্ব পার্শ্বে জনৈক শহিদুল ইসলাম মেম্বারের আম বাগানের সামনের পাকা রাস্তা থেকে তাদের আটক করা হয়।
আটক ডাকাতরা হলেন চকবিষ্ণুপুর গ্রামের মরহুম ইদ্রিস আলীর ছেলে লুৎফর রহমান (৫৬), শিশা খরপা উত্তর পাড়ার জিল্লু রহমানের ছেলে ছয়ফুল (৪৩), গোপালগঞ্জ যমুনা বাগানের ইসমাইলের ছেলে দেলোয়ার হোসেন (২৭), ছয়ঘাটি গ্রামের মরহুম আব্দুল কুদ্দুসের ছেলে সাকিব হোসেন (২২) এবং সোভাপুর গুচ্ছ গ্রামের জাহিদ হোসেনের ছেলে মানিক মিয়া (২৬)।
তাদের কাছ থেকে ডাকাতির প্রস্তুতির সরঞ্জাম হিসেবে একটি লোহার তৈরী হাসুয়া, একটি চায়না করাত উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসাবে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়েছে।



