ঢাকার ধামরাইয়ে ট্রাকের ধাক্কায় মো: রফিক (৩৯) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ১০টার দিকে ধামরাই উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের ঢাকা-আরিচা মহাসড়কের ইনসেপ্টা ওষুধ কারখানার সামনে দুর্ঘটনাটি ঘটেছে।
নিহত রফিক মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার খুশিচর এলাকার মো: তমিজউদ্দিনের ছেলে। তিনি ধামরাই জয়পুরা পলমল পোশাক কারখানার সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে অফিসে যাওয়ার উদ্দেশ্য রফিক বাসা থেকে মোটরসাইকেলে করে বের হয়ে ধামরাই উপজেলার বারবাড়িয়া ইনসেপ্টা ওষুধ কারখানার সামনে পৌঁছালে পেছন থেকে আসা একটি ট্রাক তাকে সজোড়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সোহেল সারোয়ার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে থানায় আনা হয়। লাশটি ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ হাসপাতালে পাঠানো হয়। তবে ঘাতক ট্রাককে আটক করা যায়নি। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।