রামগঞ্জে জমি বিরোধে চাচার হামলায় জামায়াত নেতার মৃত্যু, আহত ২

আমার দেবর কামাল হোসেন ও তার সন্তানরা কথায় কথায় আমাদের ওপর হামলা চালায়। আজ প্রকাশ্যে শাবল দিয়ে আমার ছেলের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

লক্ষ্মীপুর প্রতিনিধি

Location :

Lakshmipur

লক্ষ্মীপুরের রামগঞ্জে জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে চাচা কামাল হোসেনের হামলায় জামায়াতের ওয়ার্ড আমির সানোয়ার হোসেন (২৯) নিহত হয়েছেন।

আজ শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সানোয়ার হোসেন এক সন্তানের জনক। হামলায় তার মা হাসিনা বেগম (৫৫) ও ছোট ভাই আরিফ হোসেন (১৯) আহত হন।

স্থানীয়দের সহায়তায় পুলিশ অভিযুক্ত কামাল হোসেনের দুই ছেলে রাকিব হোসেন (২৫) ও রাহাত হোসেন (২২) কে আটক করেছে।

নিহতের স্ত্রী আরজিনা আক্তার তন্বী জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে তার স্বামীর সাথে চাচা কামাল হোসেনের বিরোধ চলছিল। শনিবার দুপুরে সানোয়ার বাড়ির পুকুরঘাটে গেলে কিছুক্ষণ পর চিৎকার শুনে তিনি ছুটে গিয়ে স্বামীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় কামাল হোসেন ও তার দুই ছেলে সানোয়ারের মা ও ভাইকে পিটিয়ে আহত করেন।

আহত হাসিনা বেগম হাসপাতালে বলেন, ‘আমার দেবর কামাল হোসেন ও তার সন্তানরা কথায় কথায় আমাদের ওপর হামলা চালায়। আজ প্রকাশ্যে শাবল দিয়ে আমার ছেলের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’

রামগঞ্জ উপজেলা জামায়াতের আমির নাজমুল হাসান পাটোয়ারী বলেন, ‘জমি সংক্রান্ত পারিবারিক দ্বন্দ্বে এ ঘটনা ঘটেছে। আমরা তীব্র নিন্দা জানাই এবং মূল আসামি কামাল হোসেনকে দ্রুত গ্রেফতারের দাবি জানাই।’

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: আবদুল বারী জানান, ‘ঘটনার পরই দুইজনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।’