কক্সবাজারের চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় তৈরি বন্দুকসহ তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে চকরিয়া থানার পুলিশ অভিযান চালিয়ে স্থানীয়দের সহায়তায় পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের গ্রামার স্কুল এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতাররা হলেন চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের মরহুম জালাল আহমেদের ছেলে মোহাম্মদ জিশান (২০), বাদশা মিয়ার ছেলে মোহাম্মদ শাহজাহান ও শাহারবিল ইউনিয়নের কোরালখালী এলাকার কালু ফকিরের ছেলে মোহাম্মদ আবদুল্লাহ (২৪)।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল আনোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করলে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি বন্দুক উদ্ধার করা হয়েছে।
ওসি আরো জানান, তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে, আইনানুগ ব্যবস্থা নেয়ার পর আদালতে সোপর্দ করা হবে। অন্য সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।